শোয়া ১ কাঠা জমিতে সুন্দর বাড়ির ডিজাইন | New House Design 2020

 

শোয়া ১ কাঠা জমিতে সুন্দর বাড়ির ডিজাইন | New House Design 2020

নিজের ও প্রিয়জনদের জন্য একটি সুন্দর বাড়ি নির্মাণের স্বপ্ন আমরা সবাই দেখি। বাড়ি নির্মাণের স্বপ্নকে বাস্তব করার জন্য চাই পূর্ব-পরিকল্পনা আর প্রস্তুতি। সেই প্রস্তুতির একটা বড় অংশ হচ্ছে বাড়ি নির্মাণের জন্য কী কী করতে হয় তা আগে থেকে জেনে নেয়া। আপনার বাড়ি নির্মাণের কাজগুলো আরেকটু সহজ করে দেবার জন্যই আমাদের এই উদ্যোগ । বাড়ি বানানোর আগে, বাড়ি বানানোর সময় ও বাড়ি বানানো চলাকালীন বেশ কিছু বিষয় বিবেচনা করতে হবে। চলুন আজ জেনে নেই বাড়ি বানানোর আগে কি কি বিষয় মাথায় রাখতে হবে।১. সুন্দর বাড়ি তৈরিতে একজন স্থপতির পাশাপাশি একজন সিভিল ইঞ্জিনিয়ার অথবা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার থাকা প্রয়োজন। ইনি আপনার বাড়ির ভিত্তি, রড, সিমেন্টের সুষম ডিজাইন করে দেবেন যা আপনার বাড়িটিকে ভূমিকম্প, ঝড় থেকে সুরক্ষা দিবে।২. বাড়ি তৈরির আগে অবশ্যই মাটি পরীক্ষা করে নিতে হবে। এক্ষেত্রে কোনোভাবেই অবহেলা করলে চলবে না।৩. বাড়ি নির্মাণকাজের সময় তদারকি করার জন্য অবশ্যই একজন সুপারভিশন ইঞ্জিনিয়ার রাখবেন। তিনি বাড়ি ঠিকঠাকমতো স্থপতির নির্দেশনা অনুযায়ী বানানো হচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখবেন।৪. দক্ষ রাজমিস্ত্রী কাজে নিন।৫. যতক্ষণ পর্যন্ত আপনার স্থাপনার কাজ শেষ না হচ্ছে নির্মাণকর্মী আর প্রতিবেশীর নিরাপত্তার বিষয়টি নিয়ে খুবই সচেতন থাকুন।৬. দামি কোম্পানি কিংবা টাকা বাচাঁনো এগুলো বিবেচনা না করে গুনগত মান দেখে রড কিনুন।৭. সিমেন্ট কেনার সময় থাকলে টেস্ট রিপোর্ট দেখে কিনুন। অথবা আপনার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে নিন।কিনে আনার পর শুকনো জায়গায় রাখুন যাতে পানি না লাগে। কাজের পূর্বে সিমেন্ট খুলে যদি দেখেন সিমেন্ট জমাট বেধে আছে তাহলে তা পরিবর্তন করুন। কোনো ঝুঁকি নেবেন না।আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করতে চাইলে : https://www.facebook.com/autocadservi... https://sadiswork.blogspot.com/অথবা Email করতে পারেন : smakash67@gmail.comAnother Chanel link : https://www.youtube.com/channel/UCFUb... সাথে সরাসরি যোগাযোগ এর ঠিকানাঃGROUP ENGINEER`S & CONSULTANT306, Fazlul Hoque Avenue (2nd Floor), City Plaza Market,Barishal.Mobile No: 01716315556.#শোয়া_১_কাঠায়_বাড়ি#দুই_শতকে_বাড়ি#কমখরচেবাড়ি #সুন্দরবাড়ি

Comments