বাড়ি করার আগে কিছু বিষয়

 বাড়ি করার আগে কিছু বিষয়ঃ

বাড়ি তৈরি করতে গেলে পরিবারের সকলের পছন্দ অপছন্দ নিয়ে চিন্তা করা হয়। মানুষ যেভাবে থাকতে ভালবাসে, তার প্রয়োজন কেমন, বাজেট কি রকম, এসবই বাড়ির প্ল্যানের প্রধান নিয়ামক। একটি ভালো বাড়ির ডিজাইন করার জন্য অভিজ্ঞ ও বিবেচনা সম্পন্ন প্রকৌশলীর প্রয়োজন। কিন্তু অনেকেই আছে মিস্তুরিকে বিশ্বাস করে কাজ দেয় মিস্তুরি খরচ কমিয়ে দেয় কোন কোন সময় দেখা যায় মিস্তুরি তার কাজটা মিলাতে পারছে না তখন ইঞ্জিনিয়ার এর শরণাপন্ন হতে হয় কিছু টাকা বাচাতে গিয়ে দেখা যায় মোটা অংকের টাকা মাসুল দিতে হয় । তাই মিস্তুরির কথায় কান না দিয়ে , বাড়ি তৈরির কাজে একজন ইঞ্জিনিয়ার এর ভূমিকা রাখুন । শুধু তাই নয় ,  একজন প্রকৌশলীর দ্বারা বাড়ির  ডিজাইন করার সময় নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে –
  1. ডিজাইনের সাহায্যে সাইট সম্পর্কে জানা যায়,
  2. রুমের সাইজ ও ডিষ্ট্রিবিউশন সুন্দর হয়,
  3. আলো বাতাস, পানি, সুয়ারেজ, গ্যাস ইত্যাদি সুব্যবস্থা থাকা,
  4. বাড়ির নিরাপত্তার দিক নির্দেশনা,
  5. বাড়ির নির্মাণ খরচ কম,
  6. বাড়িটি  বি.এন.বি.সি  কোড অনুযায়ী ভূমিকম্প নিরোধক হবে,
  7. নির্মাণ প্রক্রিয়া,
  8. নির্মাণ সামগ্রীর ধরণ,
  9. কি পরিমাণ রড লাগবে এবং বসবে,
  10. ফর্মা কি রকম হবে,
  11. কলামের রড বিন্যাস কি রকম হবে,
  12. ছাদের পুরুত্ব কতটা হবে,
  13. ফাউন্ডেশন কি ধরণের এবং গভীরতা কত হবে,
  14. ফাউন্ডেশনে পাইলিং লাগবে কিনা,
  15. জমির ব্যবহার সঠিকভাবে হয়েছে কিনা,
  16. কোন ধরণের বাড়ির জন্য কেমন ডিজাইন প্রয়োজন ?
  17. কোন ধরণের বাড়ির জন্য কেমন ডিজাইন প্রয়োজন তা নির্ভর করে-
  18. জলবায়ু এবং এর প্রভাব,
  19. মানুষ এবং তার চাহিদা,
  20. নির্মাণ সামগ্রী এবং নির্মাণ প্রক্রিয়া,
  21. অনুমতি দানকারী প্রতিষ্ঠানের আইনকানুন ও নিয়মাবলী,
  22. খরচ এস্টিমেশন

Comments